শনিবার, ৬ মে, ২০১৭ ০০:০০ টা

বজ্রপাতে ছয়জন নিহত

প্রতিদিন ডেস্ক

দেশের চার জেলায় বজ্রপাতে ছয়জন মারা গেছেন। প্রতিনিধিদের পাঠানো খবর— যশোর : গতকাল সকাল ৬টায় ঝিকরগাছা উপজেলার নিশ্চিন্তপুর এলাকার একাব্বর আলীর ছেলে কৃষক ইউনুস আলী হালের দুটি বলদ নিয়ে মাঠে যাচ্ছিলেন। ওই সময় বজ্রপাতে তিনি মারা যান। একই সঙ্গে তার দুটি হালের গরুরও মৃত্যু হয়। অপরদিকে একই উপজেলার বায়সা এলাকার তাজউদ্দিনের ছেলে জসিমুদ্দিন সকালে মাঠে যাচ্ছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জসিমুদ্দিন এবার এসএসসি পাস করেছেন। বরিশাল : হিজলা উপজেলায় বজ্রপাতে তারেক সরদার (১৭) নামে এক তরুণ কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার চরকিল্লা পূর্বের চর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া আগৈলঝাড়া উপজেলার বাহাদুরপুর গ্রামে বজ্রপাতে ধান কাটা শ্রমিক হারিচ মোল্লার মৃত্যু হয়েছে। নিহত হারিচ ফরিদপুর জেলার সদর থানাধীন ইসমাইল মোল্লার ছেলে। নড়াইল : কালিয়া উপজেলার পিরোলী বিলে বজ্রপাতে মধু গাজী নামে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। মধু সাতক্ষীরার দেবহাটা থানার চিনিডাঙ্গা গ্রামের কাশেম গাজীর ছেলে। গোপালগঞ্জ : টুঙ্গিপাড়ায় বজ্রপাতে মো. লুত্ফর রহমান শেখ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় অপর দুজন আহত হয়েছেন। নিহত লুত্ফর রহমান বাগেরহাট জেলার মংলা উপজেলার সাবেরমেদ গ্রামের রোকা শেখের ছেলে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর