শনিবার, ৬ মে, ২০১৭ ০০:০০ টা

পেকুয়ায় অধিগ্রহণ করা জমির ন্যায্য ক্ষতিপূরণ দাবি

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উপকূলীয় উপজেলা পেকুয়ার করিয়ারদিয়া মৌজায় স্থাপন হতে যাওয়া কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগ্রহণ করা জমির ন্যায্য ক্ষতিপূরণ দাবি করেছেন মালিকরা। গতকাল দুপুরে কক্সবাজার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানিয়ে বলেন, একরপ্রতি ক্ষতিপূরণের অর্থ অন্তত ৫০ লাখ টাকা হওয়া উচিত। এ বিষয়ে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট শহীদুল্লাহ চৌধুরী। সংবাদ সম্মেলনে বলা হয়— কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি) নামের একটি প্রতিষ্ঠানের অনুকূলে সরকার করিয়ারদিয়া মৌজার ১২০০ একর জমি অধিগ্রহণের প্রস্তাব করে। গত বছরের ফেব্রুয়ারিতে এ-সংক্রান্ত ৩ ধারার একটি নোটিস জমির মালিকদের কাছে পাঠানো হয়। কিন্তু অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণের যে প্রস্তাব করা হয়েছে, তাতে জমির মালিকরা প্রকৃত মূল্য দূরে থাক, তার কিয়দংশও পাবেন না। সম্মেলনে জমির মালিকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন হোসাইন আহমদ, হেমায়েত হোসেন, মোহাম্মদ কফিলউদ্দিন, সাবেক চেয়ারম্যান সাহাবউদ্দিন, অধ্যাপিকা শিরীন নূর প্রমুখ।

সর্বশেষ খবর