শিরোনাম
শনিবার, ৬ মে, ২০১৭ ০০:০০ টা

জনগণের প্রতি আস্থা নেই বলেই সহায়ক সরকার চায় বিএনপি

— এনামুল হক শামীম

কক্সাবাজার প্রতিনিধি

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, নিজেদের অপকর্ম-দুঃশাসন ও লুটপাট ও অপরাজনীতির কারণে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশের জনগণের প্রতি তাদের আস্থা নেই। ক্ষমতায় যেতে বিদেশিদের ওপর তাকিয়ে থেকে সাড়া না পেয়ে বিএনপি অসহায় হয়ে পড়েছে। তাই আগামী জাতীয় নির্বাচনে তারা সহায়ক সরকার চায়। গতকাল কক্সাবাজারে জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে এক মতিবিনময় সভায় তিনি এসব কথা বলেন। শামীম বলেন, আগামী ২০১৯ সালের নির্বাচন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে। সহায়ক বা সর্বদলীয় সরকারের অধীনে হবে না। সভায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, আশিকুল্লাহ চৌধুরী রফিক এমপি, শাহজাদা মহিউদ্দীন, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, শেখ সোহেল রানা টিপু প্রমুখ। এনামুল হক শামীম বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে দেশের অর্থ লুটপাট করে। মানি লন্ডারিং করে বিদেশে পাচার করে। এতিমের টাকা মেরে খায়। রাষ্ট্রীয় মদদে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে গ্রেনেড হামলা চালায়। জঙ্গিবাদের উত্থান ঘটায়। মানুষের কল্যাণ বাদ দিয়ে নিজেদের কল্যাণে কাজ করে।

অন্যদিকে বিরোধী দলে থাকলে আন্দোলনের নামে আগুন সন্ত্রাস করে নিরীহ মানুষ হত্যা করে। দেশের সম্পদ নষ্ট করে। জঙ্গিবাদে মদদ দেয়। অর্থ দিয়ে জঙ্গিদের সহায়তা করে। লুটপাট-সন্ত্রাসের কারণে বিএনপিকে দেশের মানুষ আর দেখতে চায় না। তাই তারা ষড়যন্ত্র করছে।

সর্বশেষ খবর