রবিবার, ৭ মে, ২০১৭ ০০:০০ টা

এক পলক

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার সহোদর আহত

সুনামগঞ্জ সদর উপজেলার সরদারপুর গ্রামে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে চার ভাইসহ পাঁচজন আহত হয়েছেন। শনিবার সকালে বাড়ির রান্নাঘরে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন সরদারপুর গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে আব্দুর রশিদ, হারুনুর রশিদ. আব্দুল ওয়াহিদ, আব্দুল আলিম ও তার স্ত্রী মিনারা বেগম। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে হারুনুর রশিদের অবস্থার অবনতি হলে তাকে ঢাকার বঙ্গবন্ধু হাসাপাতোলে স্থানান্তর করা হয়েছে। —সুনামগঞ্জ প্রতিনিধি

রাস্তায় ডিম ফেলে খামারিদের প্রতিবাদ

ডিমের দাম বৃদ্ধি, মুরগির বাচ্চা ও ওষুধ-খাবারের মূল্য কমানোর দাবিতে শনিবার শ্রীপুরের মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় মঙ্গলবার দুপুরে ডিম ভেঙে এবং কাফনের কাপড় গায়ে দিয়ে প্রতিবাদ জানিয়েছেন গাজীপুরের শ্রীপুরের প্রান্তিক পোলট্রি খামারিরা। বক্তারা বলেন,  বহুজাতিক কোম্পানি ও মধ্যস্বত্বভোগীদের খপ্পরে পড়ে লোকসান গুনতে হচ্ছে খামারিদের।  ইতিমধ্যে অনেক ছোট খামার বন্ধ হয়ে গেছে। বক্তব্য রাখেন আবদুল মতিন, তোফাজ্জল হোসেন, মাহবুবুর রহমান আকন, ফজলুল হক ফরাজি প্রমুখ। —শ্রীপুর প্রতিনিধি

জঙ্গিবিরোধী পদযাত্রা

জামালপুরের সরিষাবাড়িতে সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদবিরোধী পদযাত্রা ও সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ। শনিবার বিকালে উপজেলার ৮ ইউনিয়নের  পাঁচ হাজারের বেশি নেতাকর্মী এই পদযাত্রায় অংশ নেন। সরিষাবাড়ি থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আগামী সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ আব্দুর রশিদের নেতৃত্বে পদযাত্রাটি পৌর চত্বর থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে বাউসী মোড়ে শেষ হয়। এখানে এক সমাবেশে অধ্যাপক হারুনুর রশিদ, অ্যাডভোকেট আব্দুল্লাহ, মনির উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। —জামালপুর প্রতিনিধি

টি-কিং গাড়ির ডিলার সম্মেলন

টি-কিং গাড়ির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ডিলার সম্মেলন গতকাল যশোরের জেস গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে টি-কিং বাংলাদেশের চেয়ারম্যান যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মিজানুর রহমান খান, পরিচালক ফজলুর রহমান খান, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন, ওয়ান ব্যাংকের যশোর শাখার ব্যবস্থাপক আবু সাইদ মো. আবদুল মান্নাফ, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপক হাবিবুর রহমান, যমুনা ব্যাংকের ব্যবস্থাপক প্রশান্ত কুমার, লংকা বাংলা ফাইন্যান্স যশোরের কর্মকর্তা ও টি-কিং-এর অর্ধশত ডিলার উপস্থিত ছিলেন।

—নিজস্ব প্রতিবেদক, যশোর

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর