শিরোনাম
সোমবার, ৮ মে, ২০১৭ ০০:০০ টা

‘মিথ্যা’ মামলা দিয়ে হয়রানির অভিযোগ

শ্রীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর গ্রামে একটি নিরীহ পরিবারের সদস্যদের ‘মিথ্যা’ মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষে শেখ মামুন কবীর এ ব্যাপারে গাজীপুর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। এতে দুর্লভপুর গ্রামের আজম আলীর ছেলে ফজলুর রহমান ও এবি সিদ্দিকের স্ত্রী রওশন আরাকে অভিযুক্ত করা হয়।

শেখ মামুন কবীর বলেন, তারা সপরিবারে ঢাকায় বসবাস করেন। অভিযুক্তরা তাদের সম্পত্তি আত্মসাতের উদ্দেশে নানা ধরনের মিথ্যাচার করছেন। সম্প্রতি মিথ্যা হুমকির ঘটনা সাজিয়ে গাজীপুর আদালতে একটি মামলা করেন। ভবিষ্যতে আরও মামলারও হুমকি দেন। এ ব্যাপারে অভিযুক্ত ফজলুর রহমান বলেন, এটি জমি সংক্রান্ত ও পারিবারিক বিষয়। আদালতে দেওয়া মামলাটি মিথ্যা কি না এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।

সর্বশেষ খবর