শিরোনাম
সোমবার, ৮ মে, ২০১৭ ০০:০০ টা

ত্রাণের চাল আত্মসাত

কিশোরগঞ্জ প্রতিনিধি

বন্যার্তদের জন্য বরাদ্দ করা ত্রাণের পাঁচ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগে কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হরনাথ দাসকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ৯ টায় ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) মোহাম্মদ মশিউর রহমান তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। ইউএনও এ প্রতিবেদককে জানান, ১০ কেজি করে ৫০০ লোকের মাঝে বিতরণের জন্য গত ৩০ এপ্রিল চেয়ারম্যানকে জেনারেল রিলিফের (জিআর) পাঁচ মেট্রিক টন চাল দেওয়া হয়। ১ মে চালগুলো বিতরণের কথা ছিল। ওইদিন বিকালে বিতরণ করা হয়েছে মর্মে চেয়ারম্যান ইউএনওকে আশ্বস্তও করেন। কিন্তু রবিবার সকালে ধনপুরের কয়েকজন লোক এসে ইউএনওর কাছে কোনো চাল বিতরণ করা হয়নি মর্মে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে সন্ধ্যায় মোবাইল ফোনে চেয়ারম্যানকে তার কার্যালয়ে ডেকে আনেন ইউএনও। তিনি চাল বিতরণের মাস্টার রোল দেখাতে চাইলে চেয়ারম্যান গড়িমসি শুরু করেন। একপর্যায়ে ইউএনওর পা জড়িয়ে ধরে ক্ষমা চান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসান আহমেদ চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় মামলা করেন। ইটনা থানার ওসি বলেন, চেয়ারম্যানকে গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে এর আগে ঘটনাটি চেপে যাওয়ার জন্য ইটনা উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী বদরুজ্জামানকে মারধর করেন চেয়ারম্যান। এ ব্যাপারে অভিযোগ পাওয়ার পর ইউএনও মোবাইল কোর্ট বসিয়ে চেয়ারম্যান হরনাথ দাসকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর