মঙ্গলবার, ৯ মে, ২০১৭ ০০:০০ টা

১ মাস হেলে আছে ৩৩ হাজার কেভি বিদ্যুতের খুঁটি

নালিতাবাড়ী প্রতিনিধি

১ মাস হেলে আছে ৩৩ হাজার কেভি বিদ্যুতের খুঁটি

হেলেপড়া বিদ্যুতের খুঁটি —বাংলাদেশ প্রতিদিন

শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরে ৩৩ হাজার কেভি বিদ্যুতের সঞ্চালন লাইনের দুটি খুঁটি এক মাস ধরে হেলে আছে। যে কোনো সময় খুঁটি পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। উপজেলা আবাসিক প্রকৌশলী কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শেরপুরের গাজিরখামার বিদ্যুতের উপকেন্দ্র থেকে গত ডিসেম্বরে নালিতাবাড়ী হয়ে ময়মনসিংহের হালুয়াঘাটে ৩৩ হাজার কেভি বিদ্যুৎ সঞ্চালনের জন্য ২৯ কিলোমিটার লাইনে সংযোগ দেওয়া হয়েছে। গত ৫ এপ্রিল টানা বর্ষণে পৌরশহরের চকপাড়ায় দুটি খুঁটি হেলে পড়ে। এই খুঁটির নিচের অংশে বিভিন্ন বাসাবাড়িতে বিদ্যুতের সঞ্চালনা লাইন রয়েছে। পৌর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান দিপু বলেন, দ্রুত এই খুঁটি মেরামত না হলে যে কোনো সময় বিপদ হতে পারে। নালিতাবাড়ী উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) সোহরাব আলী জানান, বিষয়টি হালুয়াঘাট উপজেলা আবাসিক প্রকৌশলীকে জানানো হয়েছে।

সর্বশেষ খবর