মঙ্গলবার, ৯ মে, ২০১৭ ০০:০০ টা

ধান খেতে খুলি হাড়গোড়

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার ধুনট উপজেলার বেলকুচি পশ্চিমপাড়ার একটি ধান খেত থেকে গতকাল মানুষের মাথার খুলি ও ৯টি হাড় উদ্ধার করেছে পুলিশ। তবে খুলি-হাড়গোড় কার, কোথা থেকে এলো এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। পুলিশ ও গ্রামবাসী জানান, বেলকুচি গ্রামে মমতাজুর রহমানের জমি বর্গা নিয়ে চাষাবাদ করেন একই গ্রামের আলতাফ হোসেন। সোমবার সকালে ওই জমিতে ছয়জন শ্রমিক ধান কাটা শুরু করেন। একপর্যায়ে খেতের মাঝখানে মাটিচাপা দেওয়া স্থান দেখতে পান তারা। সেখান থেকে দুর্গন্ধ ছড়ানোয় কোদাল দিয়ে মাটি সরাতেই বেরিয়ে আসে হাড়। বিকালে ঘটনাস্থলে যায় পুলিশ।

তারা গর্ত খুড়ে মাথার খুলি ও হাত-পায়েরসহ ৯টি হাড় উদ্ধার করে। সেখানে পুরনো চেক লুঙ্গিও পায়। চালাপাড়া গ্রামের নবা আকন্দের স্ত্রী সাহেরা খাতুন ওই হাড়গোড় তাঁর স্বামীর বলে দাবি করছেন। সাহেরা জানান, নবা আকন্দ ১২ দিন ধরে নিখোঁজ। ঘটনাস্থল থেকে উদ্ধার লুঙ্গি তার পরনে ছিল। ধুনট থানার ওসি জানান, হাড়গোড়গুলো ফরেনসিক বিভাগে পাঠিয়ে মানবদেহের কিনা পরীক্ষা করা হবে। মানবদেহের প্রমাণিত হওয়ার পর ডিএনএ পরীক্ষা ও অন্যান্য পদক্ষেপ গ্রহণ করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর