মঙ্গলবার, ৯ মে, ২০১৭ ০০:০০ টা

চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

প্রতিদিন ডেস্ক

চার জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে রাজশাহী, মাদারীপুরে দুজন করে এবং কক্সবাজার ও রাঙামাটিতে মারা গেছেন একজন করে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর—রাজশাহী : রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীসহ দুজন নিহত হয়েছেন। রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোররাতে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন— নগরীর ছোটবনগ্রামের রজব আলীর ছেলে হযরত আলী (৬০) ও পবার আবদুস সবুরের ছেলে সোহেল রানা (৪৩)। হযরত আলী রাজশাহী সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। মাদারীপুর : সদর উপজেলার মস্তফাপুরে রবিবার রাতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন দুজুন। তারা হলেন— নিপন (২৫) ও হাফিজ (২৮)। পুলিশ জানায়, ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার কলাবাড়ি এলাকায় কেমিস্ট ফার্মার একটি গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান কেমিস্ট ফার্মার গাড়িতে থাকা নিপন ও হাফিজ। অপরদিকে মস্তফাপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। কক্সবাজার : টেকনাফে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত স্কুলশিক্ষক নুরুল আমিনের (৪২) মৃত্যু হয়েছে। গতকাল সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নুরুল আমিন টেকনাফের উত্তর শীলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। বাড়িও উত্তর শীলখালী গ্রামে। রাঙামাটি : কাপ্তাই উপজেলায় বাসচাপায় আবুল খায়ের নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর