মঙ্গলবার, ৯ মে, ২০১৭ ০০:০০ টা

গৃহবধূ মৃত্যুর কারণ তদন্তে ঘটনাস্থলে পুলিশ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের গৃহবধূ তাসলিমা আক্তার বিথীর (২০) মৃত্যুর কারণ তদন্তের জন্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার। গত বুধবার রাতে তিনি তরপুরচন্ডী এলাকায় বিথীর শ্বশুরবাড়ি যান এবং বাড়ির লোকজনের সঙ্গে কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান, চাঁদপুর মডেল থানার সেকেন্ড অফিসার হারুন-অর-রশিদ ও হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই মামুন মিয়া। উল্লেখ্য, গত ২৮ এপ্রিল দুপুরে পুলিশ গৃহবধূ বিথীর লাশ তরপুরচন্ডী ইউনিয়নে শ্বশুরবাড়ি বাড়ি থেকে উদ্ধার করে। স্বামীর বাড়ির লোকরা এটি আত্মহত্যা বলে প্রচারণা চালালেও স্বজনদের দাবি স্বামী খোরশেদ ও তার পরিবার মিলে তাদের মেয়েকে হত্যা করেছে। এ ঘটনায় বিথীর বাবা আবদুল জলিল ঘটনার দিনই থানায় হত্যা মামলা করেছেন।

সর্বশেষ খবর