বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭ ০০:০০ টা

কুষ্টিয়া ও হবিগঞ্জে দুই শিক্ষার্থী নিহত

আধিপত্য বিস্তার, ষাঁড়ের লড়াই নিয়ে সংঘর্ষ

প্রতিদিন ডেস্ক

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার ও হবিগঞ্জে ষাঁড়ের লড়াই নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে নিহত হয়েছে দুই স্কুল শিক্ষার্থী। আহত হয়েছেন অন্তত ১৬ জন। প্রতিনিধিদের পাঠানো খবর— কুষ্টিয়া : কুমারখালীতে এলাকায় আধিপত্য বিস্তার করা নিয়ে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে রুমী নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন ১০ জন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার পাহাড়পুর গ্রামে গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৩০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। স্থানীয়রা জানান, ওই এলাকায় মণ্ডল গ্রুপ ও লস্কর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গতকাল সকালে মণ্ডল গ্রুপের প্রধান সাদ ব্যাপারীর লোকজন বাড়ির পাশের খেতে ভুট্টা তুলতে গেলে লস্করের লোকজন বাধা দেন। এ সময় তাদের মধ্যে এক দফা সংঘর্ষ হয়। পরে দুপুরে ফের সংঘর্ষে জড়ায়। তখন সাদ ব্যাপারীর নাতনি রুমীর বুকে ফলাবিদ্ধ হয়। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হবিগঞ্জ : নবীগঞ্জে ষাঁড়ের লড়াই নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে প্রাণ গেছে সুজাত মিয়া নামে এক স্কুলছাত্রের। সুজাত (১৫) ওই এলাকার অপর মিয়ার ছেলে ও স্থানীয় বায়ালিয়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। সংঘর্ষে আরও ছয়জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে গতকাল সকালে। জানা যায়, গত সোমবার নবীগঞ্জ উপজেলার আমড়াখাইর গ্রামের ফয়জুল্লাহর একটি ষাঁড় গোচারণ ভূমিতে বাধা অবস্থায় একই গ্রামের আবদুল খালেকের ছেলে তার আরেকটি ষাঁড় নিয়ে লড়াই শুরু করেন। খবর পেয়ে ফয়জুল্লাহর লোকেরা বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়।

সর্বশেষ খবর