সোমবার, ১৫ মে, ২০১৭ ০০:০০ টা

খেয়াঘাট নিয়ে রশি টানাটানি

আমতলী প্রতিনিধি

বরগুনা ও পটুয়াখালী আন্তঃজেলা পরিষদের গাজীপুর-গাবুয়া খেয়াঘাট নিয়ে রশি টানাটানি চলছে। বরিশাল বিভাগীয় আন্তঃজেলা পরিষদের এ খেয়াঘাটের ইজারা বাতিল করে খেয়া পারাপার বন্ধের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ এলাকাবাসীর। প্রতিদিন এ খেয়াঘাট  দিয়ে হাজার হাজার মানুষ পারাপার হচ্ছে। এ ঘাটে খেয়া পারাপার বন্ধ হলে দুর্ভোগে পড়বে হাজার হাজার মানুষ। বরিশাল বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) মো. নূরুল আলম মুঠোফোনে বলেন বরগুনা ও পটুয়াখালী জেলার সীমানা দিয়ে প্রবাহিত বড়গাবুয়া খালটি বরিশাল আন্তঃজেলা পরিষদের তালিকাভুক্ত। গাজীপুর-গাবুয়া খেয়াঘাট গত ২৩ বছর ধরে স্থানীয় সরকার বিভাগীয় অফিস ইজারা দিয়ে রাজস্ব আদায় করছে।

সর্বশেষ খবর