সোমবার, ১৫ মে, ২০১৭ ০০:০০ টা

অল্পের জন্য রক্ষা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ক্লাস শুরুর মাত্র এক ঘণ্টা আগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির কক্ষের ছাদের বড় একটি (এক-চতুর্থাংশ) অংশ ধসে পড়েছে। রবিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুরুন্নাহার বেগম জানান, আমিসহ সব শিক্ষক অফিসে বসেছিলাম। এ সময় ছাদ ধসের ঘটনাটি ঘটে।

তিনি বলেন, ১৯৯৮ সালে ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্টের অধীনে নির্মিত হয় ভবনটি। নিম্নমানের কাজের দরুন নির্মাণের দেড় যুগের মধ্যেই এভাবে ছাদ ধসে পড়তে শুরু করেছে। তিনি বলেন এর আগেও ছাদের আরও কিছু অংশ ধসে পড়েছিল। এ নিয়ে অভিভাবক ও শিক্ষকরা চিন্তিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর