সোমবার, ১৫ মে, ২০১৭ ০০:০০ টা

এক পলক

ফেসবুক গ্রুপের ত্রাণ বিতরণ

হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত ১৪০ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছে নেত্রকোনা আঞ্চলিক ভাষা ফেসবুক গ্রুপ নামে একটি সংগঠন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কামরুল হাসান, সাংবাদিক আলপনা বেগম, মহসিন মিয়া, আবুল হোসেন, মাসুদ রানা ও সৈয়দা নজনীন সুলতানা প্রমুখ।

—নেত্রকোনা প্রতিনিধি

নাগঞ্জে পাটের গুদামে আগুন

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা এলাকায় কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের মালিকানাধীন তিনটি পাটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রবিবার সকালে অগ্নিকাণ্ডের ওই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

—নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতিবাদ সমাবেশ

মেঘনা উপজেলা চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ নেতা আবদুস সালামের বিরুদ্ধে অনলাইনসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের প্রতিবাদে গতকাল মেঘনা উপজেলা চত্বরে উপজেলা যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল বাকীর, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আবুল কাশেম ইটালী, যুবলীগ নেতা দেলোয়ার গাজী, আফজাল সরকার টিপু, যুবলীগ নেতা আলমগীর কবির, স্বেচ্ছাসেবক লীগের মেঘনা উপজেলা আহ্বায়ক শাহ আলী, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, যুবলীগ নেতা আ. রহিম প্রমুখ।

—দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর