সোমবার, ২২ মে, ২০১৭ ০০:০০ টা

যুবককে হত্যার পর ট্রেনের নিচে ফেলার অভিযোগ

প্রতিদিন ডেস্ক

কুমিল্লায় যুবককে হত্যার পর ট্রেনের নিচে ফেলার অভিযোগ পাওয়া গেছে। পাবনায় দুই জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রতিনিধিদের খবর— কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় যুবককে হত্যা করে ট্রেনের নিচে ফেলার অভিযোগ উঠেছে। নিহত ওমর ফারুক সদর দক্ষিণ উপজেলার চেঙ্গাহাটা গ্রামের ডা. আবদুল হালিমের ছেলে। গতকাল স্বজনরা এ অভিযোগ করেন। নিহতের ভাই মাহমুদুল হাসান জানান, শুক্রবার সন্ধ্যায় পাশের বারাইপুর গ্রামের নিজাম নামে এক ছেলের সঙ্গে বাড়ি থেকে বের হয় ফারুক। শনিবার কুমিল্লা রেলওয়ে পুলিশ ফোনে জানায়, তার ভাই ট্রেনে কাটা পড়ে মারা গেছে। পুলিশ জানায়, লাশ দেখে তা ট্রেনে কাটা মনে হয়নি। তাছাড়া ফারুকের জুতা জোড়া এক সঙ্গে পাওয়া গেছে। পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। পাবনা : পাবনার সদর উপজেলার মৌগ্রামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে ওই এলাকার চিহ্নিত চাঁদাবাজ সন্ত্রাসীরা। নিহত ব্যবসায়ী রেজাউল করিম রেজাই (৫০) ওই গ্রামের শাহাদত হোসেনের ছেলে ও স্টক ব্যাবসায়ী। অন্যদিকে পাবনার সদরের রামানন্দপুরে এক গবাদী পশু চিকিত্সককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার বেলা ১২টার দিকে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহত ব্যক্তি সদর উপজেলার মালঞ্চি গ্রামের মৃত আবু শেখের ছেলে ইউসুফ আলী (৪২)।

সর্বশেষ খবর