সোমবার, ২২ মে, ২০১৭ ০০:০০ টা

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে বাঙ্গালী ছাত্র পরিষদের একাংশের ডাকে গতকাল সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। পার্বত্যাঞ্চলে চাঁদাবাজি, অপহরণ, গুম-খুন বন্ধ, ও মহালছড়ির মোটরসাইকেল চালক ছাদেকুল ইসলামের হত্যাকারীদের শাস্তি দাবিতে এ হরতাল পালন করা হয়। হরতাল চলাকালে খাগড়াছড়ির সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে কেন্দ্রীয় বাঙ্গালী ছাত্র পরিষদের খাগড়াছড়ির পূর্ব-ঘোষিত মহাসমাবেশ বানচাল করার জন্য হরতালের ডাক ও সংগঠনের শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে অংশ নেওয়ায় তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। শনিবার রাতে  সংবাদ সম্মেলন ডেকে কেন্দ্রীয় নেতারা বহিষ্কারের বিষয়টি সাংবাদিকদের জানান। বহিষ্কৃতরা হলেন— সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দীন, সাধারণ সম্পাদক এসএম মাসুম রানা ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ।

সর্বশেষ খবর