মঙ্গলবার, ২৩ মে, ২০১৭ ০০:০০ টা

মুক্তিযোদ্ধার নামে যুদ্ধাপরাধের মামলা

বরগুনা প্রতিনিধি

বরগুনার পাথরঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নান হাওলাদারের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করেছেন এক মুক্তিযোদ্ধার সন্তান। রবিবার দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের ছেলে মিজানুর রহমান আবু পাথরঘাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। মামলায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মন্নান হাওলাদার, তার ভাই আবদুর রাজ্জাক, বোনজামাই হযরত আলীসহ চার-পাঁচ জন খাকি পোশাকধারী ও পাঁচ-সাত জন অজ্ঞাত সাদা পোশাকধারীকে আসামি করা হয়।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুজ্জামান মামলা আমলে নিয়ে দীর্ঘক্ষণ আইনি পর্যালোচনা শেষে ওইদিন বিকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাটি স্থানান্তরের আদেশ দেন। মামলা পরিচালনাকারী সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার কীর্ত্তনিয়া মিন্টু বলেন, আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে পাথরঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নান হাওলাদার বলেন, ‘৩০ বছর ধরে পাথরঘাটা উপজেলায় মুক্তিযোদ্ধাদের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছি। মুক্তিবার্তা নম্বর ০৬০৬৫০০০০৮, গেজেট নম্বর ৯৭৯। তারপর কিছু অসাধু ব্যক্তির চক্রান্তে আমাকে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটিতে রাখা হয়নি। আমি হাই কোর্টে রিট করলে তারা ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্রে লিপ্ত হন।’

সর্বশেষ খবর