মঙ্গলবার, ২৩ মে, ২০১৭ ০০:০০ টা

নরসিংদীতে জঙ্গি সন্দেহে আটক দুজনসহ সাতজনের বিরুদ্ধে মামলা

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে জঙ্গি সন্দেহে আটক দুজনসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছে র‌্যাব-১১। সন্ত্রাসবিরোধী আইনে গতকাল দুপুরে সদর মডেল থানায় মামলাটি করেন র‌্যাব-১১-এর ডিএডি আবদুর রহমান। এর মধ্যে নরসিংদীর উত্তর গাবতলী থেকে র‌্যাবের কাছে আত্মসমর্পণকারী মো. সালাহ উদ্দীন ও আবু জাফরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন বাগেরহাটের তরিকুল রাজীব, বরগুনার নাজমুল, ঢাকার জনি ও আরিফ। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনের কথা উল্লেখ করা হয়েছে। তদন্ত কর্মকর্তা নরসিংদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, মামলায় আবু জাফর ও সালাহ উদ্দীনকে গ্রেফতার দেখিয়ে বেলা আড়াইটার দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে ওই দুজনের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হয়নি। উল্লেখ্য, সালাহ উদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর পরীক্ষা দিয়ে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। আর আবু জাফর নরসিংদী সরকারি কলেজের স্নাতকোত্তরের ছাত্র। আবু জাফরের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার শম্ভুপুর গ্রামে। সালাহ উদ্দীন নরসিংদী সদর উপজেলার চরদীঘলদি গ্রামের বাসিন্দা।

সর্বশেষ খবর