শিরোনাম
শনিবার, ৩ জুন, ২০১৭ ০০:০০ টা

হাসপাতালের বাথরুমে রোগীর মরদেহ

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি সদর হাসপাতালের বাথরুমে মনমত বেপারী (৫৫) নামের এক বৃদ্ধ রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোররাত আড়াইটার দিকে তার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

হাসপাতালের রোগীরা জানিয়েছেন, সাহরির সময় অন্যান্য রোগী বাথরুমে গেলে বৃদ্ধকে মেঝেতে পড়ে থাকতে দেখে ডাকচিৎকার দেয়। কর্তব্যরত নার্সকে রোগীরা ঘুম থেকে জাগিয়ে বাথরুমে বৃদ্ধকে দেখতে নিয়ে আসে। ভোররাত থেকে মৃতদেহ হাসপাতাল মর্গে রাখার পর গ্রামের বাড়ির আত্মীয়-স্বজন সাড়ে ১১ টার দিকে নিয়ে যায়।

রোগীরা এলাকাবাসীর বরাত দিয়ে আরও জানান, সদর উপজেলার ভীমরুলী এলাকার বাসিন্দা মনমত বেপারীর ৬ সন্তান। কেউ তার কোনো খোঁজখবর নেয় না। কয়েকদিন আগে গুরুতর অসুস্থ হলে প্রতিবেশিরা তাকে এনে হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের রোগীরা আরও জানান, রাতে কর্তব্যরত নার্সদের সেবায় পাওয়া যায় না। তারা রাত একটু বেশি হলেই নার্সেস রুমে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। রোগী গুরুতর অসুস্থ হলেও সকাল ছাড়া নার্সদের পাওয়া যায় না।

সর্বশেষ খবর