শিরোনাম
সোমবার, ৫ জুন, ২০১৭ ০০:০০ টা

টর্নেডোয় লণ্ডভণ্ড ২০০ বাড়ি বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ

শেরপুর প্রতিনিধি

টর্নেডোর আঘাতে শেরপুর সদর উপজেলার চকপাড়া, ফকিরপাড়া, সুনার পাড়া, বটতলা বাদাপাড়া ও খামারপাড়াসহ আশপাশের গ্রামের দুই শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়েছে। আহত হয়েছে ১০ জন। ঝড়ের সময় ৩৩ কেভি বিদ্যুতিক খুঁটিসহ বিভিন্ন স্থানে খুটি ভেঙে ও তার ছিঁড়ে বন্ধ রয়েছে জেলায় বিদ্যুৎ সংযোগ। শনিবার রাত ১১টার দিকে এ টর্নেডো আঘাত হানে। ক্ষতিগ্রস্তরা জানান, শনিবার মধ্যরাতে আকস্মিকভাবে আঘাত হানে টর্নেডো। এ সময় ঝড় ও শিলাবৃষ্টিও হয়। এক মিনিটেরও কম সময় ধরে চলা টর্নেডোর আঘাতে বিধ্বস্ত হয়ে যায় বহু ঘরবাড়ি। উপড়ে পড়ে গাছপালা। ঘর-গাছচাপা পড়ে আহত হয় মানুষ ও গবাদি পশু। আহতদের সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়। ঝড়ে সবকিছু হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। বেশি দুর্ভোগে পড়েছে শিশু-বৃদ্ধরা। জেলা প্রশাসক ড. আনোয়ার মল্লিক জানান, আগামীকাল (সোমবার) থেকে ক্ষতিগ্রস্তদের মধ্যে জেলা প্রশাসনের ত্রাণ তহবিল থেকে বরাদ্দ দেওয়া হবে। ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সরকারকে জানানো হয়েছে।

সর্বশেষ খবর