শিরোনাম
সোমবার, ৫ জুন, ২০১৭ ০০:০০ টা

পুলিশের দুর্নীতি ও আ.লীগ নিয়ে বাজে মন্তব্যে সোচ্চার যুবলীগ

সাতক্ষীরা সদর থানা

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা সদর থানা পুলিশের ঘুষ, দুর্নীতি, অনিয়মের প্রতিবাদে সোচ্চার হয়েছে জেলা যুবলীগ ও ছাত্রলীগ। একই সঙ্গে আওয়ামী লীগকে নিয়ে বাজে মন্তব্য করায় থানার এসআই মোবাচ্ছের আলির প্রত্যাহার দাবিতে মিছিল-সমাবেশ করা হয়েছে। মোবাচ্ছেরকে ২৪ ঘণ্টার মধ্যে সাতক্ষীরা থেকে অপসারণ না করলে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে যুবলীগ। সাতক্ষীরা শহীদ আবদুর রাজ্জাক পার্কে গতকাল যুবলীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ হুশিয়ারি দেন নেতারা। এর আগে জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নানের নেতৃত্বে মিছিল বের হয়। সমাবেশে সভাপতির বক্তব্যে আব্দুল মান্নান বলেন, গত শনিবার শহরের মেহেদিবাগে বসবাসকারী দুটি পরিবারের মধ্যে প্রাচীর নির্মাণ নিয়ে বিরোধের জেরে পুলিশ কাজ বন্ধ করে দেয়। এ বিষয়ে কিছু তথ্য আদান-প্রদানের জন্য তিনি থানায় গিয়ে এসআই মোবাচ্ছেরের সঙ্গে কথা বলেন। এ সময় মোবাচ্ছের মান্নানকে গালাগাল করে বলেন— ‘এ বিষয়ে তোকে কৈফিয়ত দেবো কেনো। তুই কে। ক্যান এসেছিস। আওয়ামী লীগের নাম ভাঙ্গাস। আওয়ামী লীগ ক্ষমতায় থেকে এখন এক নষ্ট দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগের লোকজন সব দালাল হয়ে গেছে। এদের খেদিয়ে দেওয়াটাই জরুরি’। এ বিষয়ে মোবাচ্ছের বলেন ‘মেহেদিবাদে প্রাচীর নির্মাণ নিয়ে আবদুল মান্নানের সঙ্গে একটু মতবিরোধ হয়েছে। আওয়ামী লীগকে নিয়ে কোনো অশোভন মন্তব্য করিনি’।

সর্বশেষ খবর