শিরোনাম
শনিবার, ১০ জুন, ২০১৭ ০০:০০ টা

সীমান্তে মাদক পাচারে নিত্যনতুন কৌশল

বেনাপোল প্রতিনিধি

সীমান্তবর্তী অঞ্চলে মাদক পাচার-বিক্রির নিত্যনতুন কৌশল অবলম্বন করছে মাদক ব্যবসায়ীরা। এর মধ্যে রয়েছে গরু-মানুষ-মাছের পেটে, কফিনের ভেতর, মলদ্বারে, কাঁঠাল ও ডাবের ভেতর, কম্পিউটার, মুঠোফোন, গ্যাস সিলিন্ডার, মোটরগাড়ির টায়ার, তেলের ট্যাংকি, শিশুদের দুধের কৌটায় লুকিয়ে মাদক বহন।

যশোরে মাদক সংক্রান্ত মামলা পরিচালনা করেন এমন একজন আইনজীবী আরিফুল ইসলাম জানান, মাদক পাচার ও ব্যবসায় যশোর শীর্ষে থাকলেও সর্বোচ্চ শাস্তির কোনো নজির নেই। এমনকি অধিকাংশ মামলায় আসামির সাজাই হয় না। কারণ আসামি ও সাক্ষীর ঠিকানা, পরিচয় সঠিক থাকে না। অনেক সময় আবার সাক্ষী খুঁজে পাওয়া যায় না কিংবা সাক্ষীদের আগেই ম্যানেজ করে ফেলে। তার মতে, আসামিদের ভুল তথ্য দেওয়া হয় ইচ্ছা করে। টাকা দিয়ে বাদী কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসৎ সদস্যদের ম্যানেজ করে আসামিরা এ কাজটি করায়। যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানান, মাদকমুক্ত যশোর গড়ার জন্য ধারাবাহিক অভিযান চলছে। এর অংশ হিসেবে তিনি সর্বশেষ ১০১ দিনের কর্মসূচির আওতায় ১৪ মাদক ব্যবসায়ী ও তাদের গডফাদারের ছবিসহ তালিকা প্রকাশ করেছেন। ধরিয়ে দিতে পুরস্কারও ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণ পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এ জন্যে প্রয়োজন সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা।

সর্বশেষ খবর