শিরোনাম
শনিবার, ১০ জুন, ২০১৭ ০০:০০ টা

জনবল সংকটে ধুঁকছে পরিসংখ্যান অফিস

বিশ্বনাথ প্রতিনিধি

বছরের পর বছর জনবল সংকটে ধুঁকছে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিসংখ্যান অফিস। ১৫ বছর ধরে শূন্য প্রধান কর্মকর্তার পদ। একজন মাত্র লোক দিয়ে কোনোমতে চালু রাখা হয়েছে সেবা কার্যক্রম। অফিস সূত্র জানায়, উপজেলা পরিসংখ্যান অফিসের পাঁচটি পদের মধ্যে চারটিই শূন্য। দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ এ প্রতিষ্ঠানটি জনবল সংকটে ভুগছে। জুনিয়র পরিসংখ্যান সহকারী মো. আজমাইন সব কাজ করছেন। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার একটি, পরিসংখ্যান তদন্তকারীর একটি, জুনিয়র পরিসংখ্যান সহকারীর একটি ও চতুর্থ শ্রেণির কর্মচারীর একটি পদ শূন্য। সরেজমিনে অফিসে গিয়ে দেখা যায়, জরাজীর্ণ একটি কক্ষে একমাত্র জুনিয়র পরিসংখ্যান সহকারী আজমাইনই কাজ করছেন। তিনি বলেন, ‘লোকবল সংকটের কারণে একসঙ্গে অফিস ও মাঠের কাজ চালাতে হিমশিম খেতে হচ্ছে। মাঠপর্যায়ে কাজ করতে গেলে অফিস বন্ধ রাখতে হয়। এ সময় অফিসে আসা লোকজন সেবাবঞ্চিত হন।’ বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার বলেন, শূন্য পদে নিয়োগ হলেই সমস্যার সমাধান হয়ে যাবে। 

সর্বশেষ খবর