সোমবার, ১৯ জুন, ২০১৭ ০০:০০ টা

এক পলক

ঈদে হিলি বন্দর পাঁচ দিন বন্ধ

ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ দিন দিনাজপুরের হাকিমপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি  কর্যক্রম বন্ধ থাকবে। কর্তৃপক্ষ জানায়, ২৩ জুন থেকে ২৭ জুন পর্যন্ত সব ধরনের আমদানি-রপ্তানি কর্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে এ সময় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে দুই দেশের মধ্যে মানুষ যাতায়াত করতে পারবেন। ২৮ জুন থেকে বন্দরের কার্যক্রম যথরীতি শুরু হবে। —দিনাজপুর প্রতিনিধি

চেক বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বিভিন্ন দপ্তরের ১০ লক্ষাধিক টাকার চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক। ইউএনও মুহাম্মদ সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান রেজাউল করীম রাসেল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. নাছিম কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার প্রমুখ।

—কালিয়াকৈর প্রতিনিধি

ধামরাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো

ঢাকার ধামরাইয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকায় মানুষ শান্তিতে বসবাস করছে। রবিবার ধামরাইয়ের কালামপুর আমাতন নেছা গার্লস হাইস্কুলে আওয়ামী লীগের ইফতার মাহফিল ও আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এমপি এমএ মালেক এসব কথা বলেন। এ সময়  জেলা পরিষদের সদস্য মাহাতাব আলম, খায়রুল ইসলাম, সুতিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম রাজা, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি প্রমুখ। —ধামরাই প্রতিনিধি

বৃক্ষরোপণ কর্মসূচি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিক্ষার্থীরা বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছেন। রবিবার দুপুরে উপজেলার নগরপাড়া ব্রাইট শিশু কানন হাইস্কুলের শিক্ষার্থীরা এ কর্মসূচি শুরু করেন। তারা বৃক্ষরোপণ কর্মসূচি ছাড়াও বাল্যবিয়ে, যৌতুক, ভেজাল, মাদকসহ সমাজের নানা অসঙ্গতি নিয়ে কাজ করতে চায়। ওই হাইস্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম রফিক বলেন, ওরা লেখাপড়ার পাশাপাশি সমাজের জন্য কাজ করতে চায়। আমার শিক্ষকরা তাদের উৎসাহ দেই। —রূপগঞ্জ প্রতিনিধি

 ৬ কোটি টাকা ব্যয়ে পৌর অডিটরিয়াম

ঢাকার ধামরাই পৌরবাসীর কাঙ্ক্ষিত অডিটরিয়ামের ভিক্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল পৌরসভার আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভায় কয়েক হাজার লোকের উপস্থিতিতে মেয়র গোলাম কবির অডিটরিয়ামের  ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মেয়র জানান, অডিটরিয়ামের কাজ সম্পন্ন করতে ৬ কোটি ৬ লাখ টাকা ব্যয় হবে। উপস্থিত ছিলেন, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, সাবেক এমপি বেনজীর আহম্মদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু প্রমুখ। —ধামরাই প্রতিনিধি

ইফতার মাহফিল

মেঘনা শিল্প নগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপি ইফতার মাহফিলের আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারপাসনের উপদেষ্টা অ্যাড. তৈমূর আলম খন্দকার, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, অ্যাড. আব্দুস সালাম, শহিদুল ইসলাম বাবুল, এসএম ওয়ালিউর রহমান আপেল, এটিএম কামাল, অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন, সেলিম হক, মোজাহিদুর মল্লিক, কামরুজ্জামান মাসুম, জাহাঙ্গীর হোসেন, আলী আজগর প্রমুখ। —সোনারগাঁ প্রতিনিধি

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর