বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় নিহত ৮

প্রতিদিন ডেস্ক

পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। এর মধ্যে নীলফামারী, চট্টগ্রাম, নাটোরে দুজন করে এবং গাইবান্ধা ও মানিকগঞ্জে মারা গেছেন একজন করে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— নীলফামারী : সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল সকালে সৈয়দপুর-ঢাকা মহাসড়কের চিকলী বাজার নামক স্থানে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন— মামুনুর রশিদ ও মনিরুল ইসলাম। চট্টগ্রাম : নগরের কর্ণফুলী থানার মইজ্জ্যারটেক এলাকায় মঙ্গলবার রাতে ট্রাকের ধাক্কায় কাইয়ুম নামে এক যুবক নিহত হয়েছেন। তার বাড়ি আনোয়ারা উপজেলায়। এদিকে, গতকাল সকালে নগরীর টাইগারপাস এলাকায় বাসের ধাক্কায় মারা গেছেন রাফাঈল (৫২) নামে এক ব্যক্তি। তিনি নগরীর দামপাড়ার অমিতা মণ্ডলের ছেলে। নাটোর : বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইরমারি ব্রিজ এলাকায় মঙ্গলবার রাতে শ্যামলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক রিয়াজুল ইসলাম (৪৫) নিহত ও পাঁচ যাত্রী আহত হন। রিয়াজুলের বাড়ি কুষ্টিয়ার মিরপুরে। একই রাতে মহাসড়কের মানিকপুরে মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হেলপার আরিফুল (২৭) মারা যান। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরীর শাজাহান মিয়ার ছেলে। গাইবান্ধা : ঢাকা-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়াহাট এলাকায় গতকাল বাসচাপায় হাবু মিয়া (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। হাবু গোবিন্দগঞ্জের নাকাইহাট ইউনিয়নের রথেরবাজারের বজলু মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি হোটেলে কাজ করতেন। মানিকগঞ্জ : ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপড়ায় গতকাল পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর