বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭ ০০:০০ টা

এক পলক

বজ্রপাতে তরুণীর মৃত্যু

বরিশালে বজ্রপাতে রিতু (১৬) নামে এক তরণীর মৃত্যু এবং তার এক বান্ধবী গুরুতর আহত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বজ্রপাতে নিহত রিতু সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের মোস্তফা হাওলাদারের মেয়ে। নিহত রিতু চলতি বছর এসএসসি পাস করে উচ্চমাধ্যমিক শ্রেণিতে ভর্তির অপেক্ষায় ছিলেন।

—নিজস্ব প্রতিবেদক, বরিশাল

রমজানের তাত্পর্য শীর্ষক সভা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গতকাল রমজানের তাত্পর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় হাজী ইব্রাহিম খলিল শপিং কমপ্লেক্সে তাজমহল চাইনিজ রেস্টুরেন্টে এ সভা হয়।

অনৈসলামি কার্যকলাপ প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় আমির আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মুফতি ওমর ফারুক সন্দিপী। মুফতি জামাল উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি আবু বকর, মাওলানা হাছান ইমাম, মাওলানা নাছিম রেজা, নেকমত আলী দেওয়ান, মোতাহার হোসেন, সেলিম হাসান, হাসানুজ্জামান ইসা, গোলাম কিবরিয়া ও জাহিদুল ইসলাম।

—সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

দুস্থদের ঈদ সামগ্রী

গাজীপুরের টঙ্গী এরশাদ নগর ৬ নং ব্লক এলাকায় জিনিয়া সমবায় সমিতি দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে। এ সময় সমিতির সভাপতি হাসনা আলম আসমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন মোখলেছুর রহমান ভূইয়া। অন্যদের মধ্যে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা মজিবর রহমান, চৌধুরী আজহার উদ্দিন উপল, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফারুক আহম্মেদ, কামরুল ইসলাম দীপু, সোহেল হোসেন, ছাত্রলীগ নেতা জুয়েল হোসেন জয় প্রমুখ।

—টঙ্গী প্রতিনিধি

সুখিয়া হত্যার বিচার দাবি

হবিগঞ্জে গত ১২ জুন সন্ত্রাসী সাইদুর রহমান কর্তৃক ধর্ষণ শেষে সুখিয়া হত্যার প্রতিবাদ ও হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় দলিত পরিষদ ও বাংলাদেশ রবিদাস ফোরামের যৌথ উদ্যোগে মানববন্ধন কর্মসূচি হয়েছে। বুধবার সকালে স্থানীয় পৌরসভার সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, যোগেন রবিদাস, মুক্তিযোদ্ধা শুরেণ রবিদাস, গোপাল রায়, পলাশ দাস, দীপক রবিদাস প্রমুখ।

—মঠবাড়িয়া প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর