বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭ ০০:০০ টা

ধামরাইয়ে রথযাত্রায় লাখো মানুষ

ধামরাই প্রতিনিধি

ধামরাইয়ে রথযাত্রায় লাখো মানুষ

ঐতিহ্যবাহী যশোমাধবের রথ টেনে নিচ্ছেন ভক্তরা —বাংলাদেশ প্রতিদিন

ঢাকার ধামরাইয়ে দেশের সর্ববৃহৎ শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা উৎসব ও মাসব্যাপী মেলার উদ্বোধনের দিন লাখো মানুষের ঢল নামে। এ সময় হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষের মিলনমেলায় পরিণত হয়। ভক্তরা রশি টেনে শ্রী শ্রী যশোমাধবকে তার কথিত শ্বশুরালয় ধামরাইয়ের যাত্রাবাড়ী মন্দিরে নিয়ে যান। ধামরাই যশোমাধব মন্দির ও রথ পরিচালনা কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাসের সভাপতিত্বে রথযাত্রা গত রবিবার বিকালে স্থানীয় এমপি এমএ মালেক উদ্বোধন করেন। এ সময় মোহাদ্দেছ হোসেন, খায়রুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। আগামী ৩ জুলাই এ রথের উল্টো টান হবে।

নিজস্ব প্রতিবেদক-বরিশাল জানান, বরিশালে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বিকালে নগরীর বিএম কলেজ রোডের ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিকিউশন (ইস্কন) চত্বর থেকে রথযাত্রা শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রথযাত্রাটি নতুন বাজার এলাকায় গিয়ে শেষ হয়। এতে কয়েক হাজার ভক্ত অংশ নেন। টাঙ্গাইল প্রতিনিধি জানান, টাঙ্গাইলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রার নয় দিনব্যাপী উৎসব রবিবার শুরু হয়েছে।

সর্বশেষ খবর