বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭ ০০:০০ টা

ময়মনসিংহ মেডিকেলের আইসিইউতে আগুন

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে নতুন ভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে। এ সময় আইসিইউতে থাকা ছয়জন রোগীকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। বর্তমানে ১৪ নম্বর ওয়ার্ড এবং সিসিইউতে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আইসিইউ ইউনিটের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আনম ফজলুল হক পাঠান জানান, আগুন লাগার ঘটনায় হাসপাতালের উপ-পরিচালক ডা. আবদুল গনিকে প্রধান করে তদন্ত কমিটি গঠিত হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত শেষে বোঝা যাবে কি পরিমাণ ক্ষতি হয়েছে। সহকারী পরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ মজুমদার জানান, তদন্ত কমিটি বুধবার সকাল থেকেই তদন্ত শুরু করেছে। এ ছাড়া বিদ্যুৎ ও গণপূর্ত বিভাগের প্রকৌশলীরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খুব শিগগিরই আইসিইউ ইউনিট সচল করার কাজ শুরু হবে। হাসপাতালের প্রশাসন বিভাগের সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের ঘটনায় জরুরি ওষুধ, যন্ত্রপাতি, আসবাবপত্র, চিকিৎসার কাগজপত্র, গুরুত্বপূর্ণ নথিসহ সব ধরনের ডকুমেন্ট পুড়ে যায়। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সহিদুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আইসিইউতে আগুন লাগার পর লাইফ সাপোর্টে থাকা দুই রোগীর মৃত্যু হয়েছে। এরা হলেন— হেলাল উদ্দিন (৫৫) ও সুরুজ মিয়া (৫০)। হেলাল উদ্দিন মঙ্গলবার বিকালে এবং সুরুজ মিয়া গতকাল ভোরে মারা যান। আইসিইউ ইউনিটের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আনম ফজলুল হক পাঠান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এদের দুজনের অবস্থাই সংকটাপন্ন ছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের চিকিৎসা ব্যবস্থার কোনো ত্রুটি হয়নি।

সর্বশেষ খবর