শুক্রবার, ৩০ জুন, ২০১৭ ০০:০০ টা

পানিতে ডুবে ১০ শিশু কিশোরের মৃত্যু

প্রতিদিন ডেস্ক

সাত জেলায় পুকুর ও নদীর পানিতে ডুবে ১০ শিশু-কিশোরের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম, কুমিল্লা, দিনাজপুরে দুজন করে এবং ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, গাজীপুর ও কুষ্টিয়ায় মারা গেছে একজন করে। বুধবার সন্ধ্যা থেকে গতকাল পর্যন্ত এ সব মৃত্যুর ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর—

চট্টগ্রাম : পটিয়া সদরের উত্তর গোবিন্দারখীল গ্রামে পুকুরে পড়ে দুই খালাতো বোন সুমাইয়া আক্তার (৯) ও ফাতেমা বেগমের (১০) মৃত্যু হয়েছে। গতকাল সকালে এ ঘটনা ঘটে। সুমাইয়া নগরীর লালখান বাজার এলাকার নুর হোসেনের এবং ফাতেমা একই এলাকার সাইফুদ্দিনের মেয়ে। ঈদ উপলক্ষে তারা পটিয়ায় আরেক খালা বাড়িতে বেড়াতে এসেছিল। কুমিল্লা : পুকুরের পানিতে ডুবে মারা গেছে চাচাতো ভাই-বোন। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঝিকড্ডা গ্রামে বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মৃতরা হল— ঝিকড্ডা গ্রামের মাহবুল হক খসরুর মেয়ে নওরীন আক্তার (৯) ও মনিরুল হক নবীর ছেলে মোজাম্মেল হক নবীন (৭)। দিনাজপুর : কাহারোল উপজেলার খোশালপুর গ্রামে গতকাল সৃষ্টি খাতুন নামে দেড় বছরের কন্যা শিশু পুকুরে ডুবে মারা গেছে। সৃষ্টি উপজেলার খোশালপুর গ্রামের বেলায়েত হোসেনের মেয়ে। এদিকে পার্বতীপুর পুকুরে ডুবে মৃত্যু হয়েছে মাদ্রাসা ছাত্র মোরশেদের (১১)। সে উপজেলার দোয়ানিয়া নাপিতপাড়ার ইব্রাহিম আলীর ছেলে ও তেরোয়ানিয়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিল। ব্রাহ্মণবাড়িয়া : নবীনগর উপজেলার হুরুয়া গ্রামে নানার বাড়ি বেড়াতে এসে গতকাল পুকুরের পানিতে ডুবে রোমান মিয়া (৩) এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার নরসিংহপুর গ্রামের আলী আজগর মিয়ার ছেলে। বরিশাল : আগৈলঝাড়ার বসুন্ডা গ্রামে পুকুরে ডুবে সায়েম মোল্লা (৩) নামে এক শিশুর প্রাণহানি ঘটেছে। গতকাল দুপুরে পরিবারের সবার অগোচরে সায়েম পুকুরে পড়ে যায়। সে বসুন্ডা গ্রামের শাহাদত মোল্লার ছেলে। শ্রীপুর : গাজীপুরে শ্রীপুরে নদীতে পড়ে নিখোঁজ তরুণের মৃতদেহ ১৩ ঘণ্টা পর গতকাল সকাল ১০টায় উদ্ধার করেছে ডুবুরীরা। রাকিবুল ইসলাম (১৬) নামের ওই তরুণ উপজেলার বিধাই গ্রামের আবুল কালামের ছেলে। নৌকা ভ্রমণে এসে বুধবার রাত ৯টার দিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়েছিল রাকিবুল। কুষ্টিয়া : দৌলতপুরে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ কিশোর নয়ন ইসলামের (১৩) লাশ গতকাল উদ্ধার করা হয়েছে। নয়ন পাবনার ঈশ্বরদী বিমানবন্দর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। কয়েকদিন আগে আত্মীয়ের বিয়ে উপলক্ষে সে দৌলতপুরের ইসলামপুর গ্রামে এসেছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর