শুক্রবার, ৩০ জুন, ২০১৭ ০০:০০ টা

যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে রক্ষা কাউন্টার ম্যানেজার-চালকের

ঠাকুরগাঁও প্রতিনিধি

যাত্রীর কাছে ক্ষমা চেয়ে রক্ষা পেলেন হানিফ এন্টারপ্রাইজের ড্রাইভার ও ঠাকুরগাঁওয়ের কাউন্টার ম্যানেজার। বুধবার রাতে ক্ষুব্ধ হয়ে যাত্রীরা শহরে বাস আটকে রাখলে জনসাধারণ ও যাত্রীদের কাছে ক্ষমা চান তারা।

যাত্রীদের অভিযোগ, হানিফ এন্টারপ্রাইজের বাসের (ঢাকা মেট্রো-ব ১৪-৫৯৬৩) চালক মিলন রাস্তায় বাস থামিয়ে এসি বন্ধ রেখে নিজস্ব কাজে সময় ক্ষেপন করেন। এছাড়া যাত্রীর সঙ্গে বিভিন্ন বিষয়ে খারাপ আচরণ করেন। এমন পরিস্থিতিতে রাত সাড়ে ১০টায় ঠাকুরগাঁও শহরে বাসটি আটকে প্রতিবাদ জানান যাত্রীরা। এ সময় কাউন্টার ম্যানেজার ও চালক তাদের কাছে ক্ষমা চান। পরে গাড়িটি ছেড়ে দিলে ঢাকার উদ্দেশে রওনা হয়। হানিফ এন্টারপ্রাইজের আরেক চালক ছুটু বলেন, ‘মিলন ড্রাইভার যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করে ভাল করেননি। আমরাও এর প্রতিবাদ জানাই। এদের জন্য কোম্পানির সন্মান ক্ষুণ্ন হচ্ছে।’ ম্যানেজার নারায়ণ দাস জানান, যাত্রীর সঙ্গে খারাপ আচরণ করা ঠিক হয়নি।

সর্বশেষ খবর