শুক্রবার, ৩০ জুন, ২০১৭ ০০:০০ টা

নড়িয়াকে নদী ভাঙন থেকে রক্ষা করুন

------এনামুল হক শামীম

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের নড়িয়া উপজেলাকে পদ্মার ভাঙন থেকে রক্ষায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম। তিনি বলেন, নড়িয়া পৌরসভা এলাকা, সুরেশ্বর, চতাত্রা, নওপাড়া, কেদারপুর, ওয়াপদা, চণ্ডীপুর, নড়িয়া লঞ্চঘাটসহ বিভিন্ন এলাকা পদ্মার ভাঙনে বিলীন হওয়ার পথে। এসব এলাকার মানুষকে ভাঙনের হাত থেকে বাঁচাতে হবে। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত নড়িয়ার ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এনামুল হক শামীম বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা করতে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে ভাঙন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মানুষের কল্যাণে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আমরা সব দুর্যোগ-দুর্বিপাকে দেশবাসীর পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব।’ ইতিমধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। নদীভাঙন পরিদর্শনের সময় নড়িয়া উপজেলা চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, জেলা আওয়ামী লীগ নেতা মাহবুব হোসেন, বাদল চৌকিদার, জেলা পরিষদের সদস্য এনায়েত উল্যাহ মুন্সী, আলমগীর হোসেন, মিজানুর রহমান আলম, ইউপি চেয়ারম্যানদের মধ্যে শওকত বয়াতী, খন্দকার আলী হোসেন, নুরুল হক বেপারী প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন গ্রামে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এনামুল হক শামীম।

সর্বশেষ খবর