শুক্রবার, ৩০ জুন, ২০১৭ ০০:০০ টা

ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ১৯

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান এলাকায় শান্তির দাবিতে মিছিল, মানববন্ধন ও সমাবেশ করার পরদিন গতকাল বৃহস্পতিবার সকালে গ্রেফতার হয়েছে। উক্ত চেয়ারম্যান গত বুধবার ইউনিয়নের ৪টি গ্রামে শান্তি প্রতিষ্ঠার দাবিতে শান্তি মিছিল,  মানববন্ধন ও সমাবেশ করে। খোঁজ নিয়ে জানা যায়, বিগত ইউপি নির্বাচনে বিরোধের জের ধরে গত ২৬ জুন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জিল্লুর রহমান ও ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি কাওসার মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর, হাজিরহাটি, গৌরনগর, থানাকান্দি গ্রামের গ্রামবাসী বিবদমান সংঘর্ষের অবসান চেয়ে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে গত বুধবার ‘আর বিবাদ নয়, শান্তি চাই’ এই স্লোগানে ব্যানার ফেস্টুন হাতে হাজী গোলাম হোসেন মেম্বার সভাপতিত্বে মানববন্ধন ও শান্তি মিছিল করে। ওই মিছিলের নেতৃত্ব দেন চেয়ারম্যান জিল্লুর রহমান। মিছিল থেকে বক্তারা অবিলম্বে প্রশাসনের কঠোর নজরদারির মধ্য দিয়ে এলাকায় শান্তি পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান। ওই মিছিলে পর সন্ধ্যায় বিবদমান দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে গেলে দাঙ্গাবাজরা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জিল্লুর রহমান ও কাওসার মোল্লাসহ অজ্ঞাত ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। পুলিশ গতকাল সকাল ১০টার উপজেলার আশ্রাবপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। পুলিশ ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমানসহ ১৯ জনকে গ্রেফতার করে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম সিকদার জানান, এ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তবে অপর গ্রুপের নেতা কাওছার মোল্লাকেও গ্রেফতারের চেষ্টা করছে বলেও ওসি জানান। সহকারী পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জন পাল জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলা মামলায় তিনি প্রধান আসামি। তাকে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর