শুক্রবার, ৩০ জুন, ২০১৭ ০০:০০ টা

মাদক বিক্রির প্রতিবাদ করায় হামলা ভাঙচুর

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে মাদক বিক্রির প্রতিবাদ করায় বাড়িঘরে হামলা ও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ১৫ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে গতকাল সদর উপজেলার পাটধা নয়াপাড়া গ্রামে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় মাদক বিক্রেতাদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় সম্প্রতি মানববন্ধন করে প্রতিবাদ জানানো হয়। এরপরই ক্ষুব্ধ হয়ে উঠে অভিযুক্তরা। বৃহস্পতিবার সকালে তারা সংঘবদ্ধ হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিবাদকারীদের বাড়িঘরে হামলা চালিয়ে ১০টি ঘর ভাঙচুর ও তছনছ করে। বাধা দিতে গিয়ে আহত হন ১৫ জন। এদের কয়েকজনকে কিশোরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাটধা নয়াপাড়ার বাসিন্দা কলেজছাত্র দেলোয়ার হোসেন বলেন, ‘মাদক বিক্রেতাদের ব্যাপারে থানায় একাধিক বার অভিযোগ করেও প্রতিকার পাইনি। মানববন্ধন করায় তারা ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়েছে। ঈদের আগের রাতেও হামলা হয়েছিল।’ পুলিশ মাদক বিক্রেতাদের হামলার বিষয়টি অস্বীকার করে জানায়, মুরগী নিয়ে দুই পক্ষে সংঘর্ষ ভাঙচুর হয়েছে।

সর্বশেষ খবর