শুক্রবার, ৩০ জুন, ২০১৭ ০০:০০ টা

মুক্তিপণ দিয়ে ফিরে এলেন পাঁচ জেলে

ভোলা প্রতিনিধি

অপহরণের প্রায় ১৮ ঘণ্টা পর দুই লাখ টাকা মুক্তিপণ দিয়ে মনপুরার ৫ জেলে ফিরে এসেছেন। তবে মুক্তিপণ দিতে না পারায় এখনো জলদস্যুদের হাতে জিম্মি রয়েছেন শফিক নামের অপর এক জেলে। ফিরে আসা জেলেরা হলেন, কালাম, বাতেন, জাহের, নেজু মাঝি এবং কবির মাঝি। ফিরে আসা জেলেরা জানান, মঙ্গলবার দিবাগত রাতে জলদস্যু কামাল বাহিনীর লোকজন জেলে ট্রলারে হানা দিয়ে ৪টি ট্রলারসহ ৬ জেলেকে অপহরণ করে। পরে গভীর সমুদ্রে নিয়ে চোখ বেঁধে তাদের মারধর শুরু করে। এক পর্যায়ে জেলেদের কাছ থেকে আড়তদারদের মোবাইল নম্বর নিয়ে জলদস্যুরা মুক্তিপণ দাবি করে। পরে বুধবার রাত ১০ টার দিকে মুক্তিপণের টাকা পেয়ে শফিক মাঝিকে আটকে বাকি ৫ জনকে ছেড়ে দেয়। এদিকে স্থানীয় আড়তদার আজিজ মিয়া সাংবাদিকদের জানান, জলদস্যুরা প্রথমে ৫ লাখ পরে ২ লাখ টাকা দাবি করেছিল।  কিন্তু মুক্তিপণের টাকা দেওয়ার বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি। মনপুরা থানার ওসি শাহীন খান জানান, অপহূত ৬ জেলের মধ্যে ৫ জেলে মনপুরায় এসেছেন। তবে উদ্ধার না হওয়া এক জেলে উদ্ধারের চেষ্টা চলছে। তবে মুক্তিপণের বিষয়ে তার জানা নেই।

সর্বশেষ খবর