মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

পাঁচ শতাধিক যাত্রী নিয়ে ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত

কুমিল্লা প্রতিনিধি

পাঁচ শতাধিক যাত্রী নিয়ে ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত

কুমিল্লায় লাইনচ্যুত ট্রেনের বগি —বাংলাদেশ প্রতিদিন

কুমিল্লা রেল স্টেশনে নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও একটি বগির দুইটি চাকা লাইনচ্যুত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে স্টেশনের ১ নং ফ্ল্যাটফর্মে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের পাঁচ শতাধিক যাত্রী দুর্ভোগে পড়েন। প্রায় চার ঘণ্টা পর দুপুর ১২টার দিকে লাকসাম রেলওয়ে জংশন থেকে একটি ইঞ্জিন এসে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। কুমিল্লা রেল স্টেশন মাস্টার সফিকুর রহমান জানান, স্টেশনের ১ নং ফ্ল্যাটফর্মে প্রবেশের সময় নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেসের ট্রেনের ইঞ্জিন ও একটি বগির দুইটি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনের গতি কম থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ট্রেনটির ১৮টি বগিতে পাঁচ শতাধিক যাত্রী ছিলো। দুপুর ১২টার দিকে লাকসাম রেলওয়ে জংশন থেকে একটি ইঞ্জিন এসে ১৭টি বগি নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। দুর্ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রেল রুটে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। দুর্ঘটনাকবলিত ইঞ্জিন এবং বগি লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন এসে বিকাল ৬টার দিকে উদ্ধারের সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ খবর