মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ময়মনসিংহে সড়কে প্রাণ গেল দুজনের

বিভিন্ন স্থানে আরও ৭

প্রতিদিন ডেস্ক

ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। এছাড়া আরও সাত জেলায় সড়ক দুর্ঘটনায় আরও সাতজন প্রাণ হারিয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর— ময়মনসিংহ : ময়মনসিংহ সদরের বাইপাস এলাকার ময়নামোড়ে দুই বাসের সংঘর্ষে এক নারী (৩৫) ও এক যুবক (৩০) নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনাগামী ও শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে। বগুড়া : শিবগঞ্জ উপজেলার মহাস্থান বন্দরে মোটরসাইকেলের ধাক্কায় জাতীয় পার্টির (জাপা) নেতা ও কাপড় ব্যবসায়ী ফজলার রহমান বুলু (৫৭) নিহত হয়েছেন। রবিবার রাতে মহাস্থান মাদ্রাসার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। বরিশাল : বরিশাল-মুলাদী সড়কের কাজিরচর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত এবং ৩ জন আহত হয়েছে। রবিবার বিকালে দুর্ঘটনায় আহত হওয়ার পর বরিশাল শেরে বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই মারা যান আহত মোটরসাইকেল চালক জামাল বেপারি।

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নয়াকান্দি এলাকায় সিএনজি চালিত অটোরিকশার চাপায় আবদুস সোবহান (৮৫) নামে একজন নিহত হয়েছেন। তার বাড়ি নয়াকান্দি গ্রামে। নাটোর : গুরুদাসপুরের নয়াবাজারে বাস ও পাওয়ার ট্রিলার সংঘর্ষে ট্রলির চালক নিহত ও বাসের ৫ যাত্রী আহত হয়েছে। গতকাল উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে মো. তাজুল ইসলাম (৩৫) নামের এক বিমানবাহিনীর সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে। গতকাল বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান পতেঙ্গা থানার ওসি মো. আবুল কাশেম। তার বাড়ি মৌলভিবাজার এলাকায়। কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় সোমবার ভোরে ট্রাক চাপায় নাসির উদ্দিন (৩৫) নামে এক শ্রমিক শ্রমিক নিহত হয়েছেন। নিহত নাসির টাঙ্গাইলের গোপালপুর থানার বালুবাড়ি এলাকার আজমত আলীর ছেলে। তিনি উপজেলার চন্দ্রা এলাকায় ওয়ালটন কারখানার শ্রমিক ছিলেন। নওগাঁ : আত্রাইয়ে ভটভটি উল্টে রইচ উদ্দিন শাহ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। রইচ উদ্দিন উপজেলার সদুপুর গ্রামের ফয়েজ উদ্দিন শাহ্’র ছেলে।

সর্বশেষ খবর