মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা
বিএনপির সংবাদ সম্মেলনে অভিযোগ

‘মিথ্যা’ মামলা দিয়ে হয়রানি

বাড়ি ছাড়া শতাধিক নেতাকর্মী

নেত্রকোনা প্রতিনিধি

ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে পুলিশি হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে কলমাকান্দা উপজেলা বিএনপি। গ্রেফতার এড়াতে শতাধিক নেতাকর্মী বাড়িতে ঈদ করতে পারেননি। সোমবার দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান পাঠান বাবুল এ অভিযোগ করেন। এ সময় জেলা-উপজেলার নেতারা উপস্থিত ছিলেন। তিনি বলেন, ঈদের তিনদিন আগে গত ২৩ জুন রাত সাড়ে ৯টার দিকে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে সেলিম খান নামে এক ছাত্রলীগ নেতা আহত হন। এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে এমপি ছবি বিশ্বাসের ভাই পলাশ বিশ্বাসের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা কলমাকান্দা বাজারে রাত সাড়ে ১১টার দিকে লাঠিসোঁটা নিয়ে মিছিল করে। এ সময় মধ্যবাজারে উপজেলা বিএনপির অফিস ও পূর্ব বাজারে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম কেরনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানের আসবাবপত্র, ব্যবসায়িক কাগজপত্র ও একটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তাদের তাণ্ডবে বাজারের আশপাশের বসতবাড়িতে ঘুমিয়ে থাকা মানুষের মনে আতঙ্ক ও ভীতির সৃষ্টি হয়। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়— পরদিন তারা উল্টো উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জহিরসহ ছাত্রদল ও যুবদলের ১১ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা করে। এর পর থেকেই পুলিশ প্রতিনিয়ত যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের গ্রেফতারের জন্য বাসাবাড়িতে হানা দিচ্ছে। ফলে শতাধিক নেতাকর্মী বাসাবাড়ি ও এলাকা ছাড়তে বাধ্য হন। তারা ঈদেও বাড়ি ফিরতে পারেননি। এছাড়া গত রবিবার পলাশ বিশ্বাসের নেতৃত্বে আবারও ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা কলমাকান্দায় সশস্ত্র মিছিল করে। এ সময় তারা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের ঈদ উপলক্ষে বিভিন্ন স্থানে টানানো ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলে। সংবাদ সম্মেলনে নেতারা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে কলমাকান্দা উপজেলা যুবদল ছাত্রদল নেতাদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।  

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর