মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বাগেরহাটে হরিণের খামার করবে সরকার

বাগেরহাট প্রতিনিধি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি বলেছেন, ফকিরহাটে মহিষ ও ভেড়া প্রজনন খামারের পাশে এবার সরকারিভাবে হরিণের খামার স্থাপনের পরিকল্পনা নিয়েছে প্রাণিসম্পদ মন্ত্রণালয়। দেশের একমাত্র মহিষ প্রজনন খামারটি বর্তমান সরকারের আমলে আমূল পরিবর্তন এসেছে। বাগেরহাট সার্কিট হাউস মিলনায়তনে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রাণিসম্পদ অধিদফতরের আয়োজনে এই কর্মশালায় উপকূলীয় ১৩ জেলার ৩৯টি উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ও মহিষ খামারিরা অংশ নেন। ডা. মো. আইনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী ওয়াছিউদ্দিন, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, অধ্যাপক ড. ওমর ফারুক, ড. আ হ ম সফিকুল ইসলাম, ডা. লুত্ফর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর