মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ছেলে হত্যার সঠিক তদন্ত চান বাবা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ার উপজেলার ট্রাকচালক উত্পল রঞ্জন ভদ্র হত্যার সঠিক তদন্ত ও হত্যাকারীদের গ্রেফতার দাবি জানিয়েছেন তার বাবা-মা ও স্বজনেরা। সোমবার সকালে স্থানীয় একটি পত্রিকা অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে উত্পলের বাবা বাবলু রঞ্জন ভদ্র ও মা স্বপ্না রানী ভদ্র কান্নাজড়িত কণ্ঠে বলেন, ছেলে উত্পল রঞ্জন ভদ্র উল্লাপাড়ার আমান ফিড মিলের ফিডে ট্রাক চালক হিসেব কর্মরত ছিল। উত্পল সঠিকভাবে কাজ করায় আমান ফিডের ট্রাকের দালাল গ্রুপের প্রধান রোস্তম ও তার ছেলে ইমন, ইমরান ও আসলাম শত্রুতা শুরু করেন। গত মাসের ২৪ জুন ইমন বগুড়ার যাওয়ার কথা বলে উত্পলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। বগুড়া থেকে ফেরার পথে চান্দাইকোনার অদূরে তাকে মারপিট করে ইমন একটি মাইক্রোযোগে তাকে হাসপাতালে পাঠিয়ে দিয়ে পালিয়ে যায়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে উত্পল মারা যায়। পুলিশের সুরতহাল প্রতিবেদনে শরীরের বিভিন্ন স্থানে জখম-দুপায়ের হাঁটু থেকে পাতা পর্যন্ত ভাঙ্গাসহ হত্যাজনিত কাণ্ড উল্লেখ করা হয়েছে। উত্পলের বড় বোন তাপসী রানী জানান, মৃত্যুর পরই উল্লাপাড়া থানায় মামলা করতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কৌশিক আহমেদ বিষয়টি দুর্ঘটনা আখ্যায়িত করে  উল্টো আমাদের গালাগাল করেন।

সর্বশেষ খবর