বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

৪০০ টাকা মূল্যের বীজ ৮০০ টাকায় বিক্রি

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলা উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে সরবরাহকৃত উচ্চ ফলনশীল আমন ধানের বীজ নির্ধারিত মূল্যের দ্বিগুণ দামে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। ডিপো থেকে চাহিদার তুলনায় বরাদ্দ কম দেওয়ার অজুহাতে কৃত্রিম সংকট তৈরি করে সরকার নির্ধারিত ৪০০ টাকা মূল্যের বীজ ৬০০ থেকে ৮০০ টাকায় বিক্রি করছেন ডিলাররা। উপজেলা কৃষি কর্মকর্তা সৌমিত্র সরকার বলেন, বীজের কোনো সংকট নেই। এটা স্থানীয় ডিলারদের কারসাজি। কৃত্রিম সংকট তৈরি ও বা বেশি দামে বিক্রির প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। খুলনা বিভাগের বিএডিসি’র পরিচালক আনোয়ার হোসেন জানান, সরকারি বীজের কোনো সংকট নেই। তবে কেন্দ্রীয় কার্যালয় থেকে যেভাবে বরাদ্দ দেওয়া হয় সে অনুপাতে ডিলারদের মধ্যে বীজ বিতরণ করেন তারা।

সর্বশেষ খবর