বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

খানাখন্দে বেহাল সড়ক মহাসড়ক

♦ ঝুঁকি নিয়ে চলছে যান ♦ প্রায়ই ঘটছে দুর্ঘটনা

সিরাজগঞ্জ প্রতিনিধি

খানাখন্দে বেহাল সড়ক মহাসড়ক

ভুইয়াগাতী-নিমগাছি-তাড়াশ সড়কের করুণদশা

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ইট-খোয়া-বিটুমিন উঠে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে বেহালদশা হয়েছে সিরাজগঞ্জের সড়ক-মহাসড়কগুলোর। ঝুঁকি নিয়ে এসব সড়কে চলছে যানবাহন। লাখ লাখ মানুষকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। অবিলম্বে রাস্তাগুলো মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীরা। সরেজমিনে দেখা যায়, পাবনা-নগরবাড়ী মহাসড়কের বিভিন্ন স্থানে বিটুমিনসহ পাথর উঠে গেছে। সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এ রাস্তা দিয়ে ভারীযান চলাচল করে। গর্ত থেকে চাকা বাঁচাতে দ্রুতগতির যানবাহন সাইড করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কের নলকার ব্রিজেও গর্ত হওয়ায় ঝুঁকিতে রয়েছে এ সড়কের চলাচল করা গাড়ি। এই মহাসড়কের বিভিন্ন স্থানে বিটুমিন-পাথর উঠে গেছে। আঞ্চলিক সড়কের মধ্যে সিরাজগঞ্জ সদর-কড্ডার মোড়, সদর-নলকা, উল্লাপাড়া-মোহনপুর-উধুনিয়া, ভুইয়াগাতী-নিমগাছি-তাড়াশ সড়কের করুণদশা। সদর-কড্ডার মোড় রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ রাস্তা দিয়ে ঢাকাসহ বেলকুচি-কামারখন্দ উপজেলার হাজার হাজার যান চলাচল করে। কিন্তু রাস্তার মাঝখানে বড় বড় গর্ত থাকায় চালক-যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। সদর-নলকা সড়ক দিয়ে বগুড়াসহ পাঁচ উপজেলার যান চলে। লাখ লাখ মানুষের যাতায়াতের একমাত্র এ রাস্তাটির আট বছর ধরে বেহালদশা। তাড়াশ উপজেলার মান্নাননগর থেকে উপজেলা সদর ও রানীরহাট যাওয়ার একমাত্র রাস্তা মান্নাননগর-রানীরহাট। এ রাস্তা ব্যবহার করেন শতাধিক গ্রামের মানুষ। কিন্তু সড়কটির অধিকাংশ স্থানে ছোটবড় গর্ত ও ইট-খোয়া উঠে যাওয়ায় তাদের ভোগান্তির শেষ নেই। নিমগাছি-তাড়াশ রাস্তার অবস্থা আরও খারাপ। সংশিষ্টরা মাঝেমধ্যে এ সব রাস্তায় খোয়া-বিটুমিন দিয়ে গর্ত ভরাট করে লাখ লাখ টাকা বিল তোলেন। কয়েকদিন পর আবার একই অবস্থা সৃষ্টি হওয়ায় ভোগান্তি কমে না। লাহিড়ী মোহনপুরের বাসিন্দা হাসান, আয়নাল, জহিরসহ অনেকে জানান, উল্লাপাড়া-মোহনপুর রাস্তা দিয়ে চলা খুবই কষ্টকর। এলাকায় কোনো অ্যাম্বুলেন্স আসতে চায় না। ভ্যান করে মুমূর্ষু রোগী নিয়ে উপজেলা সদরে যেতে হয়। ভ্যানচালক আলী আসগর জানান, যাত্রীরা ভ্যানে উঠতে চান না। ঝাঁকিতে কোমর ভাঙার উপক্রম হয়। মাঝেমধ্যে ভ্যান উল্টে হতাহতের ঘটনা ঘটে। সড়ক ও জনপদের (সওজ) নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল জানান, অতি বর্ষণের কারণে রাস্তাগুলো খারাপ হয়ে গেছে। এগুলো পর্যায়ক্রমে মেরামত করা হবে। তাছাড়া আঞ্চলিক সড়কগুলো মেরামতের জন্য প্রকল্প জমা দেওয়া হয়েছে। অনুমোদন হলে টেন্ডারের মাধ্যমে সংস্কার করা হবে।

সর্বশেষ খবর