বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা
সনদ জালিয়াতি

শিক্ষকের ১২ বছর জেল

ঝালকাঠি প্রতিনিধি

শিক্ষাগত সনদ জালিয়তিসহ তিনটি মামলায় ঝালকাঠির নলছিটি উপজেলার ডেবরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনকে ১২ বছর কারাদণ্ড ও ১৩ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। এরমধ্যে সনদ জালিয়াত এবং সরকারি কাজে বাঁধা দানের মামলায় পাঁচ বছর করে ও প্রতারণা মামলায় দুই বছর সাজা দেওয়া হয়। ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু মো. শামীম আজাদ গতকাল এ রায় দেন। মামলা সূত্রে জানা যায়, ভুয়া সনদের অভিযোগে ১০ বছর ধরে রুহুল আমিনের এমপিও স্থগিত রয়েছে। জাল সনদে শিক্ষকতা, প্রতারণা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ২০১১ সালের ২৬ জুন তার বিরুদ্ধে নলছিটি থানায় মামলা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। মামলা তদন্ত করে ২০১১ সালের ১০ অক্টোবর দণ্ডবিধির ৩৫৩, ৪০৬, ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর