বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

রূপগঞ্জে বিষাক্ত কেমিক্যালের গ্যাসে অসুস্থ অর্ধশত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি প্রতিষ্ঠানের বিষাক্ত কেমিক্যালের গ্যাসে শিশু-নারীসহ প্রায় অর্ধ-শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছে। বিষাক্ত গ্যাসের কারণে স্থানীয়রা এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। বুধবার বেলা ৩টার দিকে উপজেলার মঙ্গলখালী এলাকার একটি কারখানার বিষাক্ত গ্যাসের পাইপ ফুটো হয়ে নিঃসরণ ঘটে। অসুস্থ হওয়াদের মধ্যে শিশু মনিরুজ্জামান রাতুল (১০), রবিন মিয়া (১৪), সাগর বেপারী (১০), মাহফুজ আহাম্মেদ (১৩), নেহা আক্তার (৮), নিলুফা আক্তার (১১), আনোয়ারা বেগম (৭৫), নাসরিন বেগম (২৩), আনোয়ার হোসেনকে (৩৩) স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।

স্থানীয়রা অভিযোগ করেন, মঙ্গলখালী এলাকার একটি কারখানায় বিভিন্ন ধরনের কেমিক্যাল উৎপাদন করা হয়। কারখানাটি জনবহুল এলাকায় স্থাপন করা হয়েছে। কারখানার বিষাক্ত গ্যাসে মঙ্গলখালী, কাটাখালী, মোকিব নগড়, পাবই, ঠাকুরবাড়ীরটেক, বানিয়াদি এলাকার মানুষ দিন দিন অসুস্থ হয়ে পড়েছে। বিশেষ করে রাতে মানুষ যখন ঘুমিয়ে পড়ে, তখন কেমিক্যাল কারখানার বিষাক্ত গ্যাস ছাড়া হয়। বুধবার দুপুর ২টার দিকে হঠাৎ করে বিকট শব্দে ওয়াটা কেমিক্যালের বিষাক্ত গ্যাস পাইপ ফুটো হয়ে নিঃসরিত হয়।

সর্বশেষ খবর