বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সোনারগাঁয়ে বসুন্ধরা টিস্যু পণ্যের ট্রেড স্কিম সভা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা পেপার মিলস্-এর উদ্যোগে ব্যবসায়ীদের নিয়ে টিস্যু পণ্যের ট্রেড স্কিম সভা-২০১৬ অনুষ্ঠিত হয়। গতকাল সন্ধ্যায় সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকায় তাজু মোল্লা টাওয়ারে জারা কমিউনিটি সেন্টারে এ সভা হয়। বসুন্ধরা পেপার মিলস্-এর জেনারেল ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) তৌফিক হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার গোলাম সারোয়ার নওশাদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী জেনারেল ম্যানেজার কাজী ইমদাদুল হক, পোর্টফোলিও ম্যানেজার (টিস্যু পণ্য) সামছুদ্দোহা সাফায়েত, ব্যবস্থাপক সহিদুর রহমান, সোনারগাঁ অঞ্চলের পরিবেশক রেজাউল হক রাজা, নরসিংদী মাধবদী অঞ্চলের পরিবেশক মোরশেদুল আলম আরমান, আড়াইহাজার অঞ্চলের পরিবেশক পলাশ চন্দ্র সূত্রধর প্রমুখ। ১৯৭ জন সফল ব্যবসায়ীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। গোলাম সারোয়ার নওশাদ বলেন, বসুন্ধরা গ্রুপ দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। বসুন্ধরা টিস্যু পণ্য বিভিন্ন দেশে রপ্তানির মাধ্যমে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখছে। তিনি বসুন্ধরার সঙ্গে সম্পৃক্ত সব ব্যাবসায়ীকে সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সর্বশেষ খবর