শনিবার, ৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

উপজেলা চেয়ারম্যান ইউএনও প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

নড়াইল প্রতিনিধি

বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্ধ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে নড়াইলের লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু, তৎকালীন ইউএনও সেলিম রেজা, এলজিইডির উপজেলা প্রকৌশলী ওসমান গণিসহ ছয়জনের নামে মামলা করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) গতকাল সকাল সাড়ে ১০টায় ছয়জনের নামে লোহাগড়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করে। এ মামলায় উপজেলা প্রকৌশলী ওসমান গণি ও ঠিকাদার পরিমল কুমার ঘোষকে গ্রেফতার করা হয়েছে।

এলজিইডির অধীনে অনগ্রসর উপজেলার জন্য বিশেষ থোক বরাদ্দ উপখাত থেকে ২০১৬ সালের ৩ জানুয়ারি নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য এক কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। লোহাগড়া থানার ওসি জাহাঙ্গীর আলম মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর