শনিবার, ৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

শিকলমুক্ত করে শিশুটির পাশে দাঁড়ালেন তারা

শেরপুর প্রতিনিধি

শিকলমুক্ত করে শিশুটির পাশে দাঁড়ালেন তারা

এভাবেই ৬ বছর ঝন্টু ছিল শিকলবন্দী

দুই বছর বয়সে মারা যায় বাবা। মা আয়শা মানুষের বাড়িতে কাজ করতেন। মা বাড়িতে না থাকলে ক্ষুধা লাগলেই মানুষের কাছে টাকা চাইত ঝন্টু (১২)। এ নিয়ে তার বিরুদ্ধে অভিযোগর অন্ত ছিল না। লজ্জায় মা ছয় বছর ধরে ছেলেকে শেকলবন্দী করে রেখেছেন। অবশ্য মা যখন বাড়ি থাকতেন তখন শেকল খোলা রাখা হতো। দীর্ঘ সময় শিকলে বেঁধে রাখায় ঝন্টু অনেকটা নির্বিকার হয়ে গেছে। এ খবর  নজরে এলে বৃহস্পতিবার বিকালে শেরপুর মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়ার নেতৃত্বে একটি টিম নকলা উপজেলার বিবিরচর এলাকায় গিয়ে ঝন্টুকে শিকলমুক্ত করে। উন্নত চিকিৎসা করানোসহ আগামী এক বছর ঝন্টুর পরিবারকে মাসে এক হাজার টাকা দেওয়া প্রতিশ্রতি দেন। এছাড়া তাকে সহয়তার প্রতিশ্রুতি দেওয়া হয় উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে। পরে উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও ঝন্টুর মায়ের হাতে নগদ পাঁচ হাজার টাকা তুলে দেন এবং চিকিৎসার খরচ বহন করার কথা জানান। এছাড়া ঝন্টুকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়েছেন।

সর্বশেষ খবর