শনিবার, ৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

এক পলক

বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় যেতে চায়

নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দিনাজপুরের বীরগঞ্জে তৃণমূল পর্যায়ে চষে বেড়াচ্ছেন বিএনপির সম্ভাব্য প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মো. মনজুরুল ইসলাম মনজু।  সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়কালে মো. মনজুরুল ইসলাম মনজু বলেন, বিএনপি নির্বাচনমুখী দল। বিএনপি সব সময় নির্বাচনের পক্ষে। তবে যে নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে না সে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করতে পারে না। —দিনাজপুর প্রতিনিধি

গণসংযোগ

আগামী সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (সদর একাংশ-কালীগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী থানা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আবদুল মান্নান ব্যাপক তত্পরতা শুরু করেছেন। বর্তমানে তিনি নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে  নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। —ঝিনাইদহ প্রতিনিধি

পরিবর্তনের অঙ্গীকার

ময়মনসিংহ-২, (ফুলপুর-তারাকান্দা) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেতে রাত দিন এলাকা চষে বেড়াচ্ছেন ব্যারিস্টার আবুল কালাম আজাদ লিটন। তিনি গতকাল গোদারিয়া মাদ্রাসা মসজিদে জুমার নামাজ আদায়ের আগে সংক্ষিপ্ত বক্তব্যে সবার দোয়া চান। এরপর  আমুয়াকান্দা বাজার, কাকনী, তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকা, কোদালধর, মধুপুর ও কাশিগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায়  গণসংযোগ করেন। আজাদ বলেন, আমি গ্রামে বেড়ে ওঠা এক সাধারণ মানুষ। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ছুটে আসছি আপনাদের কাছে।—ফুলপুর প্রতিনিধি

পুনর্মিলনী

মুন্সীগঞ্জে কে কে সরকারি বিদ্যা নিকেতনে এস এস সি ব্যাচ ১৯৯১ সালের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলার শিল্পকলা একাডেমি থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপরে প্রাক্তন ছাত্ররা প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে। মধ্যাহ্নভোজের পরে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রাণের ঢল নামে। উদযাপন কমিটির সাধারণ সম্পাদক আবু সাঈদ সোহান জানান, পুনর্মিলনীতে আমরা সেই হারিয়ে যাওয়া শৈশবের আনন্দ খুঁজে পেলাম।

—মুন্সীগঞ্জ প্রতিনিধি

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুমিল্লার দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র-ছাত্রীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার রাতে ঈদ পুনর্মিলনী, সাধারণ সভা ও কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ঢাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক ছাত্র সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. মসিউর রহমান। ড. মোস্তাফিজুর রহমানের সভাপত্বিতে আবদুস সাত্তারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.), শাহজাহান চৌধুরী, কেএমএই খলিল, অ্যাডভোকেট আহসান হাবীব চৌধুরী, মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, রকিব উদ্দিন, পিটার চৌধুরী, কামাল হোসেন, সোহেল, সেলিম সরকার প্রমুখ।

—দাউদকান্দি প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর