শিরোনাম
সোমবার, ১০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

এক পলক

কিশোরগঞ্জে ত্রাণ বিতরণ

আগাম বন্যা ও পাহাড়ি ঢলে কিশোরগঞ্জ সদর উপজেলায় ক্ষতিগ্রস্ত ১০০ জনকে ২০ কেজি করে চাল বিতরণ করেছে বিজিবি। শনিবার উপজেলার চৌদ্দশত এলাকায় চাল বিতরণকালে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজের পরিচালক রাসেল আহমেদ তুহিন, বিজিবি ময়মনসিংহ অঞ্চলের সেক্টর কমান্ডার কর্নেল কাজী আনিরুদ্ধ, মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, সাইদুল হক শেখর প্রমুখ। —কিশোরগঞ্জ প্রতিনিধি

জলমহাল ইজারা বাতিল দাবি

হাওরাঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা ও জলমহাল ইজারা বাতিল দাবিতে স্মারকলিপি দিয়েছে মোহনগঞ্জ উপজেলা সিপিবি। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকরিপিটি দেওয়া হয়েছে। এর আগে একটি বিক্ষোভ মিছিল পৌর শহর প্রদক্ষিণ করে। পরে এক সমাবেশে বক্তব্য রাখেন জলি তালুকদার, হাবিবুর রহমান হাবিব, এনামুল হক বাচ্চু, প্রমুখ।  —নেত্রকোনা প্রতিনিধি

 বদলি

কুমিল্লার মেঘনা উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আরিফুল ইসলামকে বদলি করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা অফিস থেকে পাঠানো এক চিঠির মাধ্যমে এ বদলির আদেশ দেওয়া হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির একাধিক সদস্য জানান,  মো. আরিফুল ইসলাম মেঘনায় যোগ দেওয়ার পর থেকেই নানা অনিয়মে জড়িয়ে পড়েন। এ ব্যাপারে উপজেলার সাধারণ শিক্ষক সমাজ একটি লিখিত অভিযোগ দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালকের কাছে। অভিযুক্ত শিক্ষা অফিসার আরিফুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বদলির বিষয়টি স্বীকার করেন।

—দাউদকান্দি প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর