মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

শিক্ষার্থীদের অর্থ দিয়ে বৃত্তি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে পড়ালেখার পাশাপাশি ফসল উৎপাদনের অর্থ দিয়ে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়েছে। অনুষ্ঠানে কৃষি সমপ্রসারণ অধিদফতরের পরিচালক প্রশিক্ষক কৃষিবিদ মো. মোবারক আলী ১০০ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির টাকা তুলে দেন। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ মো. আবদুুল কাদের জানান, এ প্রতিষ্ঠানের শিখি-করি-খাই কার্যক্রম এখন কৃষি বিভাগের কাছে একটি মডেল হিসেবে বিবেচিত। অনুষ্ঠানে জেলা কৃষি কর্মকর্তা শাহ মো. আকরামুল হক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মো. মনিরুজ্জামান এবং ঝিনাইদহ কৃষি ইনিস্টিটিউট এর শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর