বুধবার, ১২ জুলাই, ২০১৭ ০০:০০ টা

শিশু গৃহকর্মী নির্যাতন গৃহকর্ত্রী গ্রেফতার

ফেনী প্রতিনিধি

ফেনীতে শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গৃহকর্ত্রী আফরোজা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। ফেনী সদর উপজেলার ধলিয়া গ্রাম থেকে গতকাল ভোরে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত রবিবার রাতে শিশুটির ফুফু ফুল জাহান বেগম টুনি ফেনী মডেল থানায় আফরোজার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এদিকে ভুক্তভোগী মেয়েটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী।

নির্যাতনের শিকার আমেনা (১০) গত রবিবার দুপুর থেকে ফেনী সদর হাসপতালে চিকিৎসাধীন। তার শরীরের বিভিন্ন স্থানে আগুনে ঝলসে যাওয়ার চিহ্ন রয়েছে। ক্ষত স্থানে পচন ধরেছে। ফেনী পুলিশ সুপার জাহাঙ্গির আলম জানান, গত বছরের মাঝামাঝি ফুল জাহান বেগম টুনি তার ভাতিজি আমেনাকে কাজ করার জন্য ফেনী শহরের আফরোজা ম্যানশনে দিয়েছিলেন। কিছুদিন পর গৃহকর্ত্রী আফরোজা আমেনাকে ঢাকায় তার মেয়ে লাভলীর বাসায় পাঠান। লাভলী বিভিন্ন সময় নির্যাতন চালায় আমেনার ওপর। আগুন দিয়ে ঝলসে দেয় শরীরের পিছনের অংশ। পরবর্তীতে অসুস্থ আমেনাকে লাভলী তার মা আফরোজার ফেনী বাসায় পাঠিয়ে দেয়। কিছুদিন ওই বাসায় থাকার পর আফরোজা শিশুটিকে রাতের অন্ধকারে ঘর থেকে বের করে দেন।

সর্বশেষ খবর